এসময় বাংলাদেশ রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সহজ ডটকমের সার্ভার অপারেটরকেও গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকায় র্যাব-৩ এ অভিযান চালায় বলে নিশ্চিত করেছেন সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাবের বার্তায় বলা হয়, কারসাজি করে দেশব্যাপী ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের অন্যতম মূল হোতা ও বাংলাদেশ রেলওয়ের সাথে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সহজ ডটকমের অফিস সহকারী ও অপারেটরসহ টিকেট কালোবাজারি চক্রের ৯ জনকে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
তাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুত করা ট্রেনের টিকিট উদ্ধার করা হয়।