প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ইতালি থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ভোডাফোন

ইতালি থেকে বহুজাতিক মোবাইল পরিষেবা কোম্পানি ভোডাফোন তাদের ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। ৮০০ কোটি ইউরোয় এ ব্যবসা কিনে নিচ্ছে সুইজারল্যান্ডভিত্তিক সুইসকম।

সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইতালিতে ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নেয়ার পাশাপাশি শেয়ারহোল্ডারদের ৪০০ কোটি ইউরো ফেরত দেয়ার পরিকল্পনাও করেছে ভোডাফোন।

ভোডাফোন কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপে ব্যবসা নিয়ে বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এ বিক্রি চুক্তিতে পৌঁছেছে এবং শেয়ার বাই-ব্যাকের মাধ্যমে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেয়া হবে।

তবে এখনই ইতালি ছাড়ছে না ভোডাফোন। লেনদেনের অংশ হিসেবে আগামী পাঁচ বছর সুইসকমকে নির্দিষ্ট পরিষেবা দিয়ে যাবে।

গত বছর ভোডাফোনে প্রধান নির্বাহী (সিইও) হিসেবে যোগ দেন মার্গেরিটা ডেলা ভ্যালে। এর আগে ২০১৫-১৮ সালে কোম্পানির ডেপুটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের দায়িত্ব পালন করেন তিনি। নতুন করে দায়িত্ব নেয়ার পর ভোডাফোন পুনর্গঠনের উদ্যোগ নেন মার্গেরিটা। এসব পদক্ষেপের একটি হলো ইতালির ব্যবসার বিক্রি চুক্তি।

মার্গেরিটার অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে জেগোনা কমিউনিকেশনের সঙ্গে ৫০০ কোটি ইউরোয় স্প্যানিশ ব্যবসার নিষ্পত্তি চুক্তি। পাশাপাশি যুক্তরাজ্যে থ্রির সঙ্গে প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়া এগিয়ে নেয়া। এর মাধ্যমে একীভূত কোম্পানিটি যুক্তরাজ্যের বৃহত্তম সেলফোন অপারেটরে পরিণত হবে। বর্তমানে থ্রির সঙ্গে ভোডাফোনের চুক্তির বিষয়টি অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকরা পরীক্ষা করছেন।

সাম্প্রতিক সময়ে ভোডাফোন ব্যবসার ক্ষেত্রে নেতিবাচক প্রবণতা দেখছে। কোম্পানির শেয়ারের মূল্য ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন হতে দেখা যায়। এ কারণে ব্যবসা পুনর্গঠনের পদক্ষেপ নেয়া হয়েছে।