দেশে এখন
0

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শিশুদের মেট্রো ভ্রমণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানাতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেট্টোরেলে আনন্দ ভ্রমণের আয়োজন করে সড়ক বিভাগ। ৫০ জন শিশু আনন্দ উচ্ছ্বাস ও স্লোগানে উৎসবমুখর সময় কাটিয়েছে৷ সব শিশুদের প্রথম মেট্টোরেল যাত্রা তাই আনন্দের ছাপ তাদের চোখে মুখে।

মেট্রোরেলের জানালা দিয়ে যে বাংলাদেশের দৃশ্য চোখে ভাসছে, তার প্রতিষ্ঠার মহানায়ক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এই আনন্দ আয়োজন।

রোববার (১৭ মার্চ) সকাল ১১টায় মতিঝিল মেট্রোরেল স্টেশনে পা রেখেই উচ্ছ্বাসে ভাসে শিশুরা। তাদের মুখে তখন বঙ্গবন্ধুকে নিয়ে স্লোগান।

মেট্রোরেলের একটি অংশ আগেই বরাদ্দ ছিলো ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। নতুন এই অভিজ্ঞতায় তাই খুশির ফোয়ারা তাদের চোখে মুখে।

এক শিশু বলেন, 'আমি প্রথমবার মেট্রোতে উঠেছি। আগে দেখেছি যে উপর দিয়ে যায়। এই প্রথমবার বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মেট্রোতে ঘুরতে নিয়ে এসেছে। অনেক ভালো লাগছে।'

সড়ক পরিবহন ও মেট্রো কর্তৃপক্ষের। এই আয়োজনে যোগাযোগ সচিব এ বি এম আমিন  উল্লাহ নুরী বলেন, এ ধরনের উদ্যোগে বঙ্গবন্ধু সম্পর্কে আরও জানতে পারবে সুবিধা বঞ্চিত শিশুরা।

তিনি আরও বলেন, 'শিশুদেরকে জানানো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শিশুদের ভালোবাসতেন। তিনি অল্প বয়সে দেশের জন্য কারাবরণ করেছেন। বিশেষ করে যারা আমাদের হতদরিদ্র শিশু তারা রাস্তায় বড় হচ্ছে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে চায় জাতির পিতার কন্যা শেখ হাসিনার চেষ্টায় যে আমাদের মেট্রোরেল চালু হয়েছে। এই বিষয় পরিচিত করার জন্য আমরা ওদেরকে আজকে এখানে নিয়ে আসছি। মেট্রো শুরু হইছে, চলছে। আশা করছি আগামী ২০৩০ সালের মধ্যে ঢাকা শহরে ৬ টি মেট্রো লাইন চালু হবে।

বেলা বারোটা দিকে উত্তরা উত্তর স্টেশনে থামে মেট্রোরেলের আনন্দযাত্রা। সেখানে নেমে শিশুরা রওয়ানা হয় মতিঝিলের উদ্দেশ্যে। তবে মেট্রোরেলে নয়, ফিরবে বাসে। বিআরটিসির একটি বাস শিশুদের পৌঁছে দিয়েছে মতিঝিল।

ইএ