পরিষেবা
অর্থনীতি
0

টিকিট নেই, অথচ ফ্লাইট ফাঁকা! যে ব্যাখ্যা দিলো বিমান

'আসন খালি থাকা সত্ত্বেও টিকিট কিনতে গেলে বলে টিকিট নেই, এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে একটা ঢালাও মনগড়া অভিযোগ। বিমানের সকল টিকিট সাধারণের জন্য উন্মুক্ত'-বাংলাদেশ বিমান।

গত ১৪ মার্চ সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের নেতা ফারুক আহমেদের ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা শুরু হয়। তার পোস্ট থেকে কপি করে নিজের মতো করে মন্তব্য জুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট করেন ইতালিতে আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি কিটন শিকদার।

বাংলাদেশ বিমান নিয়ে যুবলীগ নেতা কিটন শিকদারের ফেসবুক পোস্ট। ছবি : ফেসবুক থেকে নেওয়া

তিনি লেখেন, 'টিকিট করতে গেলে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে এবং ফুললি বুকড ইত্যাদি দেখায়। কিছু সিন্ডিকেট চোর-বাটপারদের কারণে প্রতি বছর শত শত কোটি টাকা লোকসান গুণতে হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে তথা বাংলাদেশ সরকারকে।'

বাংলাদেশ বিমান নিয়ে ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী'র ফেসবুক পোস্ট। ছবি : ফেসবুক থেকে নেওয়া

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীও এই পোস্ট শেয়ার করে বিমানকে এক হাত নিয়েছেন। তিনি লিখেছেন, 'বিমানের দুর্নীতিবাজদের লাগাম টানার, দেশের স্বার্থ দেখার কী কেউ নাই?'

যদিও বিমান বলছে, আসন খালি থাকা সত্ত্বেও টিকিট কিনতে গেলে বলে টিকিট নেই, এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে একটা ঢালাও মনগড়া অভিযোগ। বিমানের সকল টিকিট সাধারণের জন্য উন্মুক্ত। যাত্রীরা যেকোন অনুমোদিত ট্রাভেল এজেন্ট ছাড়াও বিমানের নিজস্ব ওয়েবসাইট, মোবাইল অ্যাপস এবং বিমানের নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে টিকিট ক্রয় করতে পারেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আলোচিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর লন্ডন-ঢাকা ফ্লাইটের আসন ফাঁকা নিয়ে এমন ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি। একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেয়া এই পোস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্যতম আইকনিক প্রতিষ্ঠান জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সুনাম ক্ষুন্ন করার অপপ্রয়াস।

অভিযোগের জবাবে বিমান বলছে, এয়ারলাইন্স ব্যবসায় লিন/পিক মৌসুম (lean/ peak ) থাকে। পবিত্র রমজান মাসের শুরুর দিকে এবং মার্চ মাসে সাধারনত যুক্তরাজ্য থেকে বাংলাদেশের যাত্রী চাহিদা কম থাকে ( Lean Season), কিন্তু বাংলাদেশ থেকে যুক্তরাজ্যগামী যাত্রীর চাহিদা থাকে (Peak Season)। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বাংলাদেশ থেকে যুক্তরাজ্যগামী সবগুলো ফ্লাইট আসন সংখ্যার প্রায় সমসংখ্যক যাত্রী নিয়ে পরিচালনা করছে। কিন্তু যুক্তরাজ্য থেকে বাংলাদেশগামী ফ্লাইট বর্তমানে lean season এর কারনে কম সংখ্যক যাত্রী নিয়ে পরিচালনা করছে। এপ্রিল মাসের শেষের দিকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশগামী ফ্লাইটে যাত্রীর সংখ্যা বাড়তে থাকবে। বিশেষ উল্লেখ্য যে, গত সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সকল রুটে গড়ে ৮৬% যাত্রী (কেবিন ফ্যাক্টর) ছিল।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর