২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাসের পর থেকেই ভারতজুড়ে শুরু হয়েছিল বিক্ষোভ। সে সময় বিক্ষোভের মুখে ভারত সরকার আইনটি চালু করেনি।
অবশেষে বিল পাস হওয়ার ৪ বছর পর লোকসভা নির্বাচনের আগেই দেশটিতে চালু হলো বিতর্কিত ওই আইনটি।
২০১৯ সালে নরেন্দ্র মোদি সরকারের পাস করা এ আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ও পার্সি সম্প্রদায়ের যেসব মানুষ ধর্মীয় নিপীড়নের মুখে টিকতে না পেরে ভারতে চলে গেছেন, সেইসব শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে।
২০১৯ সালে এ আইন পাসের পর থেকেই ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। এমনকি দাঙ্গাও বেধেছিল রাজধানী দিল্লিতে। ২০২০ সালেও সিএএ বিরোধী বিক্ষোভ চলতে থাকে। ফলে ভারত সরকার তখন আইনটি চালু করেনি।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র একটি টেক্সট মেসেজে বলেছেন, 'মোদী সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে। আইনটি চালু হওয়ায় এখন মঙ্গলবার (১২ মার্চ) থেকেই এ আইনে উল্লিখিত দেশগুলো থেকে ভারতে পালিয়ে যাওয়া শরণার্থীরা নাগরিকত্ব পেতে অনলাইনে আবেদন করতে পারবেন।'