বিদেশে এখন
0

শীর্ষ ধনীর অবস্থানে ফিরলেন জেফ বেজোস

দুই বছরেরও বেশি সময় পর আবারও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির স্থান দখল করলেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স অনুযায়ী, মঙ্গলবার শীর্ষ এই কোটিপতির মোট সম্পদ পৌঁছায় ২০ হাজার কোটি ডলারে।

৬০ বছর বয়সী বেজোস টেক্কা দিয়েছেন আরেক কোটিপতি ইলন মাস্ককে, যিনি টানা ৯ মাস বিশ্বের শীর্ষ ধনী ছিলেন।

২০২৪ সালে এখন পর্যন্ত বেজোসের সম্পদ বেড়েছে ২ হাজার ৩শ' কোটি ডলার, মাস্কের কমেছে ৩ হাজার ১শ' কোটি ডলার। বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদ ১৯ হাজার ৮শ' কোটি ডলার।

ইএ