এখন মাঠে
0

বার্সাকে ১০ কোটি ইউরো দিতে আগ্রহী পুমা

অবশেষে খেলার সরঞ্জাম প্রস্তুতকারক নাইকির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে বার্সেলোনা। আর এই সুযোগে কাতালান ক্লাবটির সাথে চুক্তি করতে আগ্রহ দেখাচ্ছে পুমা। মৌসুমপ্রতি বার্সাকে ১০ কোটি ইউরো দিতে আগ্রহী ব্রান্ডটি। তবে, আপাতত নিজেদের খেলার সরঞ্জাম নিজেরাই তৈরি করতে চায় বার্সা।

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট বার্সোলোনার। একইসাথে আর্থিক সংকটে ভুগছে দলটি। এর মাঝে, গেল বছর জার্সি ও খেলার সরঞ্জাম বিক্রিতে বিশ্বের সব ক্লাবকে পেছনে ফেলেছে কাতালান দলটি।

ভক্তদের জন্য জার্সিসহ নানা ধরনের ক্রীড়া সামগ্রীর যোগানদাতা হিসেবে নাইকি'র সঙ্গে বার্সার সম্পর্কটা পুরনো, যার শুরু ১৯৯৮ সালে। এমনকি মৌসুমপ্রতি সাড়ে ৮ কোটি ইউরো'র বিনিময় নাইকি'র সাথে বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০২৮ সাল পর্যন্ত।

তবে নাইকি'র থেকে বর্তমানে যে পরিমাণ অর্থ বার্সা পাচ্ছে তাতে খুশি নয় ক্লাবটি। ফলে শিগগিরই চুক্তি বাতিল করতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। তবে, অর্থের অংক বাড়ালে বাড়তে পারে চুক্তির মেয়াদ। এমনটাই জানিয়েছে স্পেনের একাধিক গণমাধ্যম।

বার্সা নাইকির এই টানাপড়েনের সুযোগটা নিচ্ছে জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমা। গণমাধ্যমের খবর বলছে, মৌসুমপ্রতি ১০ কোটি ইউরো দিতে আগ্রহী প্রতিষ্ঠানটি। তবে, এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোন মতামত দেয়নি বার্সেলোনা।

আপাতত নিজেদের সরঞ্জাম তৈরি করার জন্য বেশকটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে বার্সা বস লাপর্তো। এর আগেও বেশকটি স্প্যানিশ ক্লাবের নিজেদের সরঞ্জাম তৈরির নজির আছে।

ইএ