ক্রিকেট
এখন মাঠে
0

অস্ট্রেলিয়া নারী দলের বাংলাদেশ সফরের সূচি ঘোষণা

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। আগামী ১৭ মার্চ বাংলাদেশে পা রাখতে চলেছে দেশটির নারী ক্রিকেট দল।

এর আগে ২০১৪ সালে অজি মেয়েরা এসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে। বাংলাদেশের বিপক্ষে এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে বিশ্বসেরা দল অস্ট্রেলিয়া।

ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটির সময়সূচি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। এ ছাড়া তিন ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ। সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!