স্বাস্থ্য
দেশে এখন
0

ওষুধের দাম কমানোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

গত দুই বছরে কয়েক দফা বেড়েছে প্রায় সব ধরনের ওষুধের দাম। আবারও নতুন করে ওষুধের দাম বাড়ছে, এমন খবরে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দ্রুত ওষুধের দাম কমাতে ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ নির্দেশনার কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওষুধের দাম অনেক বেড়েছে, এটা আমি সকালে শুনেছি। বিষয়টি শুনেই ওষুধ প্রশাসনকে ডেকেছি এবং তাদের বলেছি দ্রুত দাম কমাতে। কীভাবে কমাবে সেটির জন্য তারা সভায় বসেছে, শেষ করে তারা আমাকে জানাবে। আমি শুধু জানি, ওষুধের দাম কমাতে হবে।’

দাম কমানোর ক্ষমতা ওষুধ প্রশাসনের আছে কিনা এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি ওষুধ প্রশাসনতো এজন্যই রয়েছে।’

অবৈধ ক্লিনিক প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কোন কিছুরই দায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এড়ানো যাবে না। অবৈধ ক্লিনিক বন্ধে ইতোমধ্যে আমাদের লোক কয়েকটি স্থানে গিয়েছেন, তারা আমাকে রিপোর্ট করেছে। আমিও কয়েকটি স্থানে সরেজমিনে যাবো। অভিযান চলমান থাকবে, যে কোন সময় যে কোন স্থানে যেতে পারি।’

অভিযানের ফলে ক্লিনিকে চিকিৎসা সেবার ব্যাঘাত ঘটছে কিনা এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসা সেখানেই করা উচিৎ যেখানে পরিপূর্ণ ব্যবস্থা আছে। ভুল চিকিৎসা করার থেকে চিকিৎসা না করা অনেক ভালো।’