দেশে এখন
0

'বাংলা ভাষায় বিচারকদের রায় দেয়ার আহ্বান'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র নিশ্চিত হলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগ সরকার এটি করেছে। এসময় বাংলা ভাষায় বিচারকদের রায় দেয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভারত-বাংলাদেশের বিচারিক অভিজ্ঞতা বিনিময়ে ঢাকায় দু'দিনব্যাপী একবিংশ শতাব্দীর সাংবিধানিক আদালত শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়সহ দেশি-বিদেশি বিচারপতি, বিচারক ও আইনজীবী।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত-বাংলাদেশের বিচারিক ব্যবস্থার নানা দিক তুলে ধরেন তিনি। বলেন, 'আমরা দুই বন্ধুপ্রতীম দেশ একই আইনি দর্শনের উত্তরাধিকার হওয়ায় কিছু কিছু ক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তসমূহ আমাদের উচ্চ আদালত দৃষ্টান্ত হিসেবে গ্রহণ এবং প্রয়োগ করে থাকেন। আমি বিশ্বাস করি এই ধরনের সম্মেলনের মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্টের সাথে বাংলাদেশের সুপ্রিম কোর্টের মিথস্ক্রিয়া বৃদ্ধি পাবে। আইনি জ্ঞান ও প্রজ্ঞা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের বিচার সংশ্লিষ্ট ব্যক্তিগণ সমৃদ্ধ হবে।'

অবৈধ ক্ষমতাদখলধারীরা বারবারই সংবিধান লঙ্ঘন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন বঙ্গবন্ধু নিজেই বিচার পায়নি। বলেন, 'আমি চাই আমাদের দেশের মানুষ ন্যায় বিচার পাক। আমার মতো যেন বিচারহীনতায় কষ্ট পেতে না হয়। বাংলাদেশ যেন এগিয়ে চলে এবং ভারত-বাংলাদেশের বন্ধুত্ব যাতে চিরস্থায়ী হয়।'

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, 'যে বিচারকগণ সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল অবৈধ বলে রায় দিয়েছিলেন; তাদেরকে ধন্যবাদ জানাই। ২০০৯ থেকে এখন পর্যন্ত দেশে গণতন্ত্র আছে বলেই উন্নয়নের ধারা অব্যাহত আছে।'

এই সম্পর্কিত অন্যান্য খবর
১১ বছর পর শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হেফাজতে ইসলামের

সংবিধান সংস্কার কমিশনের কাছে ৬২ সংস্কার প্রস্তাব বিএনপির

শেখ হাসিনা এখন স্বাচ্ছন্দ্যে আছেন: রুহুল কবির রিজভী

মার্কিন অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নাম প্রত্যাহার করলেন ম্যাট গায়েৎজ

শেখ হাসিনাকে ফেরাতে সরকারি কোনো নির্দেশনা আসেনি: তৌফিক হাসান

সজীব ওয়াজেদ জয় হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

শেখ হাসিনার প্রেস কনফারেন্সে সাংবাদিকের ভূমিকা ধরে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার

সঠিক উপায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে: শফিকুল আলম

'ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন শেখ হাসিনা'

জুলাই গণহত্যা: এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের

পতিত ‘স্বৈরাচার’ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে : ড. ইউনূস

পাঠ্যবই থেকে শেখ হাসিনা ও তার পরিবারের ছবি অপসারণের আহ্বান শিক্ষাবিদদের