দেশে এখন
0

ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

'সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার' প্রতিপাদ্যকে উপজীব্য করে নানা আনুষ্ঠানিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

গৌরবময় সেবার ৪৯ বছরে পদার্পণ করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে 'সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার' প্রতিপাদ্যে নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে পুলিশের কার্যক্রমের প্রশংসা করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি মেয়র জানান, মাঠ প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে ডিএমপির সঙ্গে কাজ করবে। ডিএমপির সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর পরিকল্পনার আশ্বাস দেন।

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, 'অত্যাধুনিক পুলিশবক্স করে দেয়ার জন্য উত্তর সিটি থেকে ১০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। একটি গাড়ি রেজিস্ট্রেশন করতে গেলে তাকে একটি পুরাতন গাড়ি জমা দিতে হবে। এছাড়া গাড়ির রেজিস্ট্রেশন করা যাবে না।'

ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, 'স্মার্ট পুলিশের যে রূপকল্প প্রধানমন্ত্রী দিয়েছেন আমরা ঢাকার দুই সিটি করপোরেশন যৌথভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সহযোগিতা করবো।'

নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ডিএমপি মাদক, দুর্নীতি, নারী নির্যাতনকারী, নাশকতাকারী ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শৃঙ্খলা ফেরাতে ২০২৪ সালের মধ্যে পুরো ঢাকায় এলওসিসি চালু করবে ডিএমপি।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রয়োজন স্মার্ট পুলিশ এবং স্মার্ট থানা। সেজন্য অপরাধ দমন ও ট্রাফিকের ধরণে পরিবর্তিত হওয়া দরকার। এই সমস্যা সমাধানে দরকার সমন্বিত পরিকল্পনা, যৌথ উদ্যোগ ও সচেতনতা। যেখানে দুই সিটি করপোরেশনসহ অন্যান্যদের এগিয়ে আসতে হবে।'

এসময় নগরবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে পুলিশ কাজ করবে বলে জানান পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বলেন, 'সম্মানিত নগরবাসীর সাথে ডিএমপির সংহতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রচেষ্টা হবে আজকের দিনের প্রত্যয়।'

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০ বছর আগে পুলিশকে মানুষ ভয় পেতো এখন সেই পুলিশ মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। আরও বলেন, 'আমাদের এই পুলিশ জনগণের পুলিশে পরিণত হয়েছে। জনগণের জন্য তারা সবসময় কাজ করে যাচ্ছে।

বর্তমান ডিএমপিতে কাজ করছেন ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার, ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার, ৫৭ জন উপকমিশনারসহ ৩৪ হাজার অফিসার ও ফোর্স।