দেশটির প্রধান বিরোধী দল ইউনাইটেড পিপলস পাওয়ার পার্টির ডাকা সরকারবিরোধী এ কর্মসূচিতে অংশ নেন অন্তত ১০ হাজার লঙ্কান নাগরিক। এসময় কলম্বো পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা।
আন্দোলনকারীদের বাধা দেয়ার চেষ্টা করে পুলিশ। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই বিক্ষোভকারীরা এগিয়ে যেতে চাইলে শুরু হয় সংঘর্ষ। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জল কামান ছোড়ে পুলিশ।
বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসাও ছিলেন ওই প্রতিবাদ কর্মসূচিতে। এসময় সরকারের বিরুদ্ধে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়ার অভিযোগ করেন বিরোধীরা।