সিনেমা
সংস্কৃতি ও বিনোদন
0

২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু শনিবার

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আগামী ২০-২৮ জানুয়ারি রাজধানীর আঁলিয়স ফ্রঁসেজ, শিল্পকলা, ফরেন সার্ভিস ও জাতীয় জাদুঘর মিলনায়তনে চলবে উৎসবের চলচ্চিত্র প্রদর্শনী। এতে থাকছে বাংলাদেশসহ ৭৪টি দেশের অংশগ্রহণে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি ও স্বল্পদৈর্ঘ্য স্বাধীন ১২৩টি চলচ্চিত্র। এসব চলচ্চিত্র বিনামূল্যে দেখতে পারবেন দর্শকরা।

দেশের চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ স্থাপনের প্লাটফর্ম তৈরি করতে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এরই ধারাবাহিকতায় শনিবার (২০ জানুয়ারি) পর্দা উঠছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।

বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটি।

চলচ্চিত্র উৎসবের মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু জানান, 'আমরা যেভাবে ইংরেজি মাধ্যমের শিক্ষাকে উৎসাহিত করি। এই ধারা অব্যাহত থাকলে আমাদের বাংলায় সাহিত্য চর্চা হবে না। নতুন প্রজন্মের মধ্যে বাংলায় স্বপ্ন দেখার জানালা প্রসারিত হবে না। তারই ধারাবাহিকতায় বাংলা চলচ্চিত্রও তৈরি হবে না'।

ভয়াবহ রকমের স্পন্সর সংকটের কথা জানালেন এবারের উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। তবে উৎসবে অংশগ্রহণকারী কলাকুশলীরা বহির্বিশ্বের সঙ্গে নিজেদের চলচ্চিত্র উৎসবে জায়গা পাওয়ায় উচ্ছ্বাস ও উদ্দীপনা প্রকাশ করেন।

এবারের উৎসবে বাংলাদেশসহ ৭৪টি দেশের অংশগ্রহণে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি ও স্বল্পদৈর্ঘ্য স্বাধীন ১২৩টি চলচ্চিত্র থাকছে। এসব চলচ্চিত্র বিনামূল্যে দেখতে পারবেন দর্শকরা।

সংস্কৃতিতে সমৃদ্ধ হলে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখবে চলচ্চিত্র। তাই এ ধরনের উৎসবে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

এবারের আয়োজনে মূল আকর্ষণ থাকছে ইরানি চলচ্চিত্রকার মাজিদ মাজিদি, ভারতীয় অঞ্জন দত্তের মাষ্টারক্লাস ও চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক কনফারেন্সে শর্মিলা ঠাকুরের উপস্থিতি। এছাড়াও উৎসবে থাকছে সেমিনার, কর্মশালা, চলচ্চিত্র প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।