গ্রাহক চাহিদা ও অসুবিধার কথা বিবেচনা করে আবারও মাল্টিকারেন্সি ডেবিট কার্ড দিয়ে বিদেশে ক্যাশ উত্তোলন সুবিধা চালু করেছে ব্র্যাক ব্যাংক ।
এতে দিনে ৩০০ ও মাসে ১৫০০ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ উত্তোলন করা যাবে বলে এক ক্ষুদে বার্তায় জানিয়েছে ব্যাংকটি।
এর আগে গত ২৫ ডিসেম্বর দেশের বাইরে কার্ড দিয়ে নগদ অর্থ তোলা বন্ধ করে দেয় ব্র্যাক ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এমন সিদ্ধান্তে ব্যাংকের কার্ড নিয়ে বিদেশে যাওয়া বাংলাদেশিরা অর্থ উত্তোলন করতে না পেরে সমস্যায় পড়েন।