শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা জানান। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করাই মূল লক্ষ্য।’
নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।'
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, 'অনেক কাজ আমরা শুরু করেছিলাম। সেই কাজগুলো বঙ্গবন্ধু কন্যার নির্দেশনা নিয়ে সফলভাবে সমাপ্ত করতে চাই।'
গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। এদিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।