রোববার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে মৃত ঘোষণা করে। এই হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন ছিল শিশু আয়ান।
আয়ানের স্বজনরা জানান, গত ৩১ ডিসেম্বর অভিভাবকদের অনুমতি ছাড়াই ৫ বছরের আয়ানকে ফুল এ্যানেসথিসিয়া (জেনারেল) দিয়ে সুন্নতে খৎনা (মুসলমানী) করিয়েছে সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। সেন্স না আসায় সেখান থেকে পাঠানো হয় গুলশান ২ ইউনাইটেড হাসপাতালে।
সেখানে পিআইসিইউতে (শিশু নিবিড় পরিচযা কেন্দ্র) লাইভ সাপোর্টে রাখা হয়। এর ৮ দিন পর আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃত্যুর ব্যাপারে আয়ানের বাবা শামীম আহমেদ চিকিৎসকদের গাফিলতিকে দায়ী করে বলেন, ‘টার্গেট করেই নির্বাচনের দিনটি হাসপাতাল কর্তৃপক্ষ বেছে নিয়েছে। যাতে গণমাধ্যমে বিষয়টি নিয়ে কম প্রচার পায়। গত ৩১ ডিসেম্বর খৎনা করানোর পর থেকেই বাচ্চার আর সেন্স ফেরেনি। তারা ঠিকমত কোনো তথ্যও দেয়নি। এখন মৃত ঘোষণা করল।’