দেশে এখন
0

ঘন কুয়াশা ও তীব্র শীতে জবুথবু সারাদেশ

উত্তরাঞ্চলসহ সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। শুক্রবার (৫ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বরাবরের মতো এবারও উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট। পৌষের শীত বেশি অনুভূত হচ্ছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। ঘন কুয়াশার চাদরে ঢাকা সড়ক ও প্রকৃতি। বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। বইছে উত্তরের হিমেল হাওয়া। সহজে দেখা মিলছে না সূর্যের।

এদিকে প্রচন্ড ঠান্ডায় চুয়াডাঙ্গার মানুষের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে। বৃষ্টির ফোটার মত ঝড়ছে কুয়াশা। খুব প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছেন না কেউই। কনকনে শীতে বিড়ম্বনায় দিনমুজররা। খড়কুটো জ্বালিয়ে চলছে শীত নিবারণের চেষ্টা।

এদিকে যশোরে শীতজনিত কারণে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। হাড় কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে এ জেলার মানুষ। ঘন কুয়াশায় সকাল গড়িয়ে দুপুর হলেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যাবনবাহন। অতিরিক্ত কুয়াশায় নষ্ট হচ্ছে ফসল।

ঘন কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতি আর ময়মনসিংহের জনপদ। শুক্রবার তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। তবে থেমে নেই দিন আনা দিন খাওয়া মানুষরা। চাদর মুড়িয়ে জীবিকার তাগিদে ছুটছেন তারা। একটু উষ্ণতার খোঁজে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন শীতার্ত মানুষরা।

এসএস