মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ২০ হাজার

মানবিক বিরতির প্রস্তাব টানা ৩ দিন স্থগিত

গাজাজুড়ে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। গত একদিনে মারা গেছে আরও ৪৬ জন। এছাড়া, পশ্চিম তীর ও খান ইউনুস শহরে একসঙ্গে স্থল অভিযান চালাচ্ছে ইসরাইলিরা।

টানা আড়াই মাসের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। যাদের মধ্যে ১৪ হাজারের বেশি নারী ও শিশু। ক্ষতিগ্রস্ত ৩ লাখের বেশি ভবন। ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে হাসপাতাল, মসজিদ, গির্জাও।

মিশরের চেষ্টায় নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। তাদের শঙ্কা, অস্থায়ী যুদ্ধবিরতি দিয়ে জিম্মিদের মুক্ত করে, আবারও গাজায় গণহত্যা চালাবে ইসরাইল। হামাসের হাতে এখনও জিম্মি প্রায় ১৪০ জন। যাদের বেশিরভাগই ইসরাইলি নাগরিক।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

হামাসের সব দাবি নাকচ করে দিয়ে, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, 'বিজয় না আসা পর্যন্ত আমরা যুদ্ধ বন্ধ করব না। হামাসের কাছে এখন মাত্র দুটি পথ খোলা আছে। হয় আত্মসমর্পণ করতে হবে, তা না হলে মরতে হবে।'

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, হামাস যদি আত্মসমর্পণ করে তাহলে এই সংঘাত একদিনেই শেষ করা সম্ভব। সাধারণ মানুষকে ঢাল বানিয়ে যুদ্ধ আরও দীর্ঘ করছে হামাস।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন

অ্যান্টনি ব্লিঙ্কেন আরও বলেন, 'সবাই চলমান সংঘাতের দ্রুত শেষ দেখতে চায়। তবে হামাস নির্মূল না হলে আবারও হামলার ঘটনা ঘটবে। এটি শুধু ইসরাইল বা এই অঞ্চলের স্বার্থে নয়, পুরো বিশ্বের স্বার্থে হামাসকে আত্মসমর্পণ করতে হবে।'

জরুরি মানবিক বিরতির প্রস্তাব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোট টানা তৃতীয় দিনের মতো স্থগিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের তোলা এই প্রস্তাবে ছিল, গাজায় সব হামলা বন্ধ করে বিনা শর্তে জিম্মিদের মুক্তি এবং ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর