দেশে এখন
0

ড. ইউনূসের বিদেশ যেতে বাধা নেই

Shahinur Sarkar
ঢাকা

ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন ঢাকার শ্রম আদালত। বিশ্ব ফুটবলের সামিট ও দুটি বিশ্ববিদ্যালয়ের সমাবতর্নের অতিথি হিসেবে ড. ইউনূস যোগ দিবেন। তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ড. ইউনূসের বিদেশ যাত্রার অনুমতি দিলেন ঢাকা শ্রম আদালত ৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা। তবে তার বিদেশ যাত্রা ও মামলায় ব্যক্তিগত হাজিরার আদেশের বিরোধিতা করেন কলকারাখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী খুরশিদ আলম খান।

বুধবার ড. ইউনূসের পক্ষে শ্রম আইন লংঘনের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিলো। শ্রম আদালতে ৫ম দিনের মতো হাজির হন ড. ইউনূস।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর কলকারাখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর বাদী হয়ে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের কল্যাণ ফান্ডের লভ্যাংশ না দেয়া, ছুটি নগদায়ন না করা ও চাকরিতে স্থায়ী না করার অভিযোগে মামলা দায়ের করেন। আসামি করা হয়, ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনকে।

এই মামলায় সব আসামিরা জামিনে আছেন।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর