ক্রিকেট
এখন মাঠে
0

সাড়ে ১৮ কোটিতে পাঞ্জাব কিংসেই থাকছেন কারান

এম সুজন আকন

জাতীয় দলের হয়ে নজরকাড়া পারফর্ম করায় ইংলিশ ক্রিকেটার স্যাম কারানকে গেলবার ১৮ কোটি ৫০ লাখ টাকায় দলে ভিড়িয়েছিলো পাঞ্জাব কিংস।

সেবার ১৪ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন মোটে দশটি। যা একেবারেই প্রত্যাশিত ছিলো না। তবুও, এবারের আসরেও তার প্রতি আস্থা রেখেছে পাঞ্জাব কিংস।

কারানের মতোই ২০২৩ মৌসুমটা ভালো কাটেনি দিনেশ কার্তিকের। ১১ গড়ে রান করেছিলেন ১৪০। যা কোনো ব্যাটারের জন্যই আদর্শ হতে পারে না। বাজে পারফর্ম করলেও নিলামের আগে তাকে ধরে রাখার কথা নিশ্চিত করেছে র‌য়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সাড়ে ৫ কোটি টাকায় দিনেশকে দলে নিয়েছিলো আরসিবি।

গত মৌসুমে ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৪ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১১টি। আর ১০ ইনিংস ব্যাটিং করে রান করেছেন মাত্র ২১। যার কারণে ভক্তরা ধরেই নিয়েছিলেন তাকে রাখবে না কেকেআর। কিন্তু শেষ পর্যন্ত নারিনকে রেখে দিয়েছে কলকাতা।

২০২৩ মৌসুমে ভারতীয় পেসারদের মধ্যে আশানুরূপ পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন খলিল আহমেদ। ৯ ম্যাচ খেলে ৯ এর বেশি ইকোনমি রেটে উইকেট শিকার করেছিলেন ৯টি। তারপরও ৫ কোটি ২৫ লাখ টাকায় কেনা ক্রিকেটারকে দলে রেখেছে দিল্লি ক্যাপিটালস।

খলিল আহমেদের মতোই ফজল হক ফারুকি ম্যাচের সমান ৪ উইকেট নিয়েছিলেন। ফর্মে না থাকলেও আফগান পেসারকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

এছাড়াও আশানুরূপ পারফর্ম করতে না পারা দীপক হুডা, জেসন বেহরনডর্ফ, রিয়ান পরাগরা থাকছেন আগের দলেই। আইপিএলের পরবর্তী আসরের নিলাম আগামী ১৯ ডিসেম্বর।

এমএসএ

এই সম্পর্কিত অন্যান্য খবর  

No Article Found!