২০২৪ সালেও আউন্স প্রতি স্বর্ণের দর ২ হাজার ডলারের ওপরে থাকবে বলে পূর্বাভাস দিচ্ছেন বাজার বিশ্লেষকরা। ভূরাজনৈতিক অস্থিরতা, ডলারের মান কমার কারণে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী বিনিয়োগের জন্য নিরাপদ হিসেবে বিবেচিত এই মাধ্যম।
এরমধ্যে গেলো দুই মাসে ইসরাইল ফিলিস্তিন দ্বন্দ্বে বিশ্ববাজারে আরও বেড়েছে এই ধাতুর দাম। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে, ঝুঁকি মোকাবিলায় আগামী এক বছর বিশ্বের ২৪ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকই স্বর্ণের মজুত বাড়ানোর কথা ভাবছে।