ফুটবল
এখন মাঠে
0

নিলামে উঠবে মেসির বিশ্বকাপ জার্সি

Shahinur Sarkar

প্রায় এক বছর হতে চললো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের। কিন্তু এর রেশ যেন কাটছেই না। ফুটবল বিশ্বকাপে খেলা লিওনেল মেসির ৬টি জার্সি এবার নিলামে উঠতে যাচ্ছে।

গ্রুপ পর্বের দুই ম্যাচ, সুপার সিক্সটিন, কোয়ার্টার, সেমিফাইনাল ও ফাইনালে মেসির পরা জার্সিগুলো উঠবে নিলামে। আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোথেবি’র তত্ত্বাবধানে মেসির বর্তমান দল ইন্টার মায়ামির খেলোয়াড়দের আয়োজনে জার্সিগুলো নিলামে তোলার বন্দোবস্ত করেছে দেশটির টেক স্টার্টআপ প্রতিষ্ঠান এসি মোমেন্টো।

প্রতিষ্ঠানটি আশা করছে জার্সি বিক্রির ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হবে মেসির জার্সিগুলো। এগুলোর ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় ১১০ কোটি টাকার বেশি।

গত বছর বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের জার্সি নিলামে বিক্রি হয়েছিলো, যেটি তিনি পরেছিলেন ১৯৯৮ সালে, শিকাগো বুলসের হয়ে বাস্কেটবলের সবচেয়ে বড় আসর-এনবিএ'র ফাইনালে। এই জার্সির দর উঠেছিলো এক কোটি এক লাখ ডলার। তবে, মেসির জার্সি এই অঙ্কও ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা নিলামকারীদের। 

এ থেকে পাওয়া অর্থের একটা অংশ ব্যয় করা হবে শিশুদের দুরারোগ্য ব্যাধির চিকিৎসায়। বার্সেলোনার শিশু হাসপাতালের সঙ্গে যৌথভাবে কাজটি করবে ইউনিকাস নামের একটি সংস্থা। 

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, 'ব্যবসায়িকভাব লাভজনক হওয়ায় সাম্প্রতিক সময়ে নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর খেলাধুলার স্মারকের ওপরেই নজর বেশি। আগামী দিনেও এই ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকবে বলে মনে করছে নিলাম আয়োজন করা প্রতিষ্ঠারগুলো।'

আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে মেসির জার্সি বিক্রির নিলাম। তখন মেসিভক্তরাও বিনা পয়সায় দেখার সুযোগ পাবে গত বিশ্বকাপে মেসির গায়ে জড়ানো জার্সিগুলো।

এসএসএস

আরও পড়ুন: