তথ্য-প্রযুক্তি
0

কৃত্রিম বুদ্ধিমত্তা এবার ইলন মাস্কের এক্সে

চ্যাটজিপিটি, গুগলবার্ড, মাইক্রোসফট কোপাইলটের সাথে প্রতিযোগিতা

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ঘোষণা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি তার প্রথম এআই মডেল ‘গ্রক’ নামক বট ‘এক্স’ এর সকল প্রিমিয়াম প্লাস ক্যাটাগরির ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে।

‘এক্স-এআই’ স্টার্টআপটির এমন এআই সেবা মানুষকে তাদের কাঙ্ক্ষিত জ্ঞান সন্ধানে সহায়তা করবে। এছাড়া তাদের প্রথম এআই মডেল ‘গ্রক’ বট এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটি সব প্রশ্নের উত্তর হাস্যরসাত্মকভাবে দিতে পারবে। প্রতিদ্বন্দ্বী অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার অগ্রগতিতে সেন্সরশিপের বাড়াবাড়ির সমালোচনা করে গত জুলাই মাসে ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার স্টার্টআপ ‘এক্স-এআই’ প্রতিষ্ঠা করেন। ‘এক্স-এআই’কে এর প্রতিদ্বন্দ্বী গুগলের ‘বার্ড’, মাইক্রোসফটের ‘বিং’ এর তুলনায় ‘সর্বোচ্চ সত্য সন্ধানী’ বলেও দাবি করেন মাস্ক।

‘এক্স-এআই’ সমান্তরালভাবে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান ‘টেসলা’ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এর সাথে কাজ করবে। এর আগে ২০১৫ সালে ইলন মাস্ক বিশ্বের প্রথম জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ‘চ্যাট জিপিটি’ এর স্বত্বাধিকারী ‘ওপেন এআই’ এর সহ প্রতিষ্ঠাতা ছিলেন তবে নানা কারণে তিনি ২০১৮ সালে এর পরিচালনা পর্ষদ থেকে বেরিয়ে যান।  

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!