রাজনীতি
দেশে এখন
0

জাপা চেয়ারম্যানের সঙ্গে পিটার হাসের বৈঠক; শর্তহীন সংলাপের আহবান

Shahinur Sarkar
ঢাকা

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরে সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যানের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত সাংবাদিকদের জানান, মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু'র লিখিত একটা চিঠি নিয়ে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি চিঠিটা পার্টির চেয়ারম্যানকে হস্তান্তর করেছেন বলেও জানান ।

চিঠির বিষয়বস্তু জানতে চাইলে, জাপা মহাসচিব বলেন,’’বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রদূত আমাদের প্রায় সঙ্গে ৪০ মিনিট বৈঠক করেছেন।’’

একই চিঠি বাংলাদেশের ৩টি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে দেয়া হয়েছে বলেও জানান দলটির মহাসচিব।

এদিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহবান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। একই বার্তায় দেশের প্রধান তিন রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের আলোচনার প্রতি জোর দিয়ে দূতাবাস জানিয়েছে তারা একক কোনো দলের পক্ষে নয়। অবাধ সুষ্ঠ নির্বাচন আয়োজনে সহিংসতা পরিহার করার আহবানও জানিয়েছে মার্কিন দূতাবাস।

এসএসএস

আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর