আজ (সোমবার, ২৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি ও আন্দোলনের কথা জানায় সংগঠনটি।
এ সময় বক্তারা পরিবহন খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি নতুন করে পরিবহনখাত বান্ধব আইন প্রণয়ন, গাড়ির ওজন ও মাইলের ভিত্তিতে নতুন ভাড়া নির্ধারণ, ভাড়ায় চালিত গাড়ির অগ্রিম আয়কর সর্বোচ্চ ১০ হাজার টাকায় নামিয়ে আনাসহ ১১ দফা দাবি পেশ করেন।
আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে এসব দাবি মানা না হলে ১০ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে থেকে লাগাতার ৪৮ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন সংগঠনের নেতারা।