আজ (রোববার, ২৬ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলন এ দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আইআরই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদমান জাওয়াদ নাভিদ।
তিনি বলেন, ‘গত ১৬ জানুয়ারি অন্তর্বর্তী সরকার ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা মনে করে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের নাম দেশের নামে রাখা যুক্তিযুক্ত। যার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার প্রস্তাব করা হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও গণস্বাক্ষর দিয়ে রাষ্ট্রপতিসহ বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘অতিদ্রুত বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে প্রজ্ঞাপন জারি না করলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে ঘোষণা দিবে।’