এখন জনপদে
0

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল বনলতা এক্সপ্রেস

গাজীপুরে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ১২০০ যাত্রী। আজ (রোববার, ২৬ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় রেললাইন বাঁকা হয়ে গেলে সেখানে লাল পতাকা দেখে দ্রুতগামী ট্রেনটি থামিয়ে দেয় চালক। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

স্থানীয়রা জানায়, রেলের কর্মীরা দেখতে পান ঢাকা-গাজীপুর ডুয়েল গেজ আপলাইনের একটি রেললাইন প্রায় ২০ মিটার বাঁকা হয়ে স্লিপার লক ভেঙে সরে গেছে। এ সময় রেলের নিরাপত্তাকর্মীরা বিষয়টি দেখতে পেয়ে বেঁকে যাওয়া রেললাইনের পাশে লাল পতাকা টানিয়ে দেন।

পরে উভয় পাশের স্টেশনকে বিষয়টি অবহিত করেন তারা। কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি এই বার্তা পায়নি। দ্রুতগামী ট্রেনটি ধীরাশ্রম রেলস্টেশন অতিক্রম করে কিছু দূর এগিয়ে রেললাইনের ওপর লাল পতাকা দেখতে পেলে ট্রেনের লোকো মাস্টার সেখানে ট্রেনটি থামিয়ে দেন।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হানিফ আলী বলেন, ‘কীভাবে রেললাইনের স্লিপারের লকগুলো খুলে গেল এবং রেললাইন বাঁকা হয়ে গেল, তা বোঝা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টেকনিক্যাল লোকজন এলে বিষয়টি জানা যাবে।’

তিনি আরো বলেন, ‘রেললাইন বেঁকে যাওয়ার কারণে ঢাকা-জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনের আপলাইনটি বন্ধ রয়েছে। ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

এএইচ