অভিযানে তাদের কাছ থেকে থেকে ২টি নাইন এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২ টি রিভলবার, ২টি রাশিয়ান পিস্তল, ২টি রাম দা, ৯ রাউন্ড গুলি, তলোয়ার ও চাকু উদ্ধার করা হয়।
নগরীর বিভিন্নস্থানে অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মো. নাইমুল ইসলাম (নাঈম), কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি, ঈদগাহ এলাকার মো. সাজিদুল ইসলাম, গ্রাম ছোটরা এলাকার মোহাম্মদ আলী, মো. সাব্বির হোসেন, ছোটরা ঝাউতলা এলাকার মো. জাবেদুর রহমান, ধর্মসাগর এলাকার অভিজিৎ রায় সরকার, বুড়িচং সাধকপুর এলাকার মো. আবুল খায়ের, ধর্ম সাগর এলাকার মো. অপু ও খালিয়াজুড়ির রাকিব।