যশোর সদর উপজেলার আম বটতলা এলাকায় ৩৫ একর জমির উপর ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় যশোর বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে পড়াশোনার পাশাপাশি গবেষণায় বিশেষ স্থান দখল করেছে বিশ্ববিদ্যালয়টি। দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে ছোট ক্যাম্পাসের এ বিশ্ববিদ্যালয়ে বর্তমান ৬ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।
প্রতিবছর ঘটা করে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। সকালে র্যালির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এবারের নানা আয়োজনের মধ্যে সকলের নজর কেড়েছে ২ শতাধিক প্রকারের পিঠাপুলির ২৭টি স্টল।
শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি বাহারি নকশা আর রঙ-স্বাদের পিঠা আগতদের শীতের পিঠাপুলির স্বাদ গ্রহণের আশা মিটিয়েছে। রাত অবধি আছে, নাচ-গানসহ নানা আয়োজন।
শিক্ষার্থীরা জানান, সারা বছরের লেখাপড়ার হিসাব চুকিয়ে এই একটি দিনের অপেক্ষায় থাকেন তারা। বাঁধভাঙা উৎসবে মেতে ওঠেন তারা।
আজকের বিশেষ এই দিনে শিক্ষক-শিক্ষার্থী সবাই মিলে নতুন দেশ গঠনে অকৃত্রিম ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল মজিদ।