এখন জনপদে
0

'দেশ গঠনে তরুণ সমাজের প্রয়োজনীয়তা আছে'

দেশ গঠনে তরুণ সমাজের প্রয়োজনীয়তা আছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) বিকেলে নরসিংদীর সাটিরপাড়ায় তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফুটবল, ব্যাডমিন্টন ও ক্রিকেটের বিভিন্ন ক্যাটাগরিতে ৮টি দলকে পুরস্কার দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন বলেন, ‘তরুণদের দেশ গঠনের উপযোগী করতে খেলাধুলা একটি বড় মাধ্যম।’

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমিরা উপস্থিত ছিলেন।

ইএ