রাজনীতি
দেশে এখন
0

অন্তর্বর্তী সরকারের মধ্যে কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে: রিজভী

অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সাথে এই সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এ নেতা।

আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) সকালে বনানীতে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে।’ এছাড়াও এ সরকার প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে বিশেষ এক রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল।’ এখনো অধিকাংশ সচিব ও প্রশাসনের লোক আওয়ামী লীগের দোসর বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘সরকারের এ ধরনের আচরণের কারণেই মানুষ তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।’ এদিন, বনানীতে বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও আরাফাত রহমান কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন

এএইচ