আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) দুপুরে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সজল মিয়া ওরফে টিকটক সজল টঙ্গীর তিস্তারগেট এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
ওসি জানান, সম্প্রতি টঙ্গী এলাকায় সংগঠিত বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে টিকটক সজলকে শনাক্ত করা হয়। পরে তিস্তার গেট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতা টিকটক সজলকে গ্রেপ্তার করা হয়। এসময় ওই বাসায় তল্লাশি চালিয়ে ৫টি ধরালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো ছিনতাইয়ের কাজে ব্যবহার হতো, এছাড়াও ওই অস্ত্র প্রদর্শন করে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভীতি তৈরি করে আসছিল সজল।
ওসি ফরিদুল ইসলাম আরো জানান, সজলের বিরুদ্ধে হত্যা, মাদক, ছিনতাই ও ডাকাতিসহ ৬টি মামলা বিচারাধীন রয়েছে। শুক্রবার দুপুরে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য শিল্প নগরী গাজীপুরে সম্প্রতি আশঙ্কাজনকহারে বেড়েছে ছিনতাই। এতে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ছিনতাই আতঙ্ক। এ নিয়ে গত বৃহস্পতিবার সচিত্র প্রতিবেদন প্রচার করে এখন টিভি।