এর আগে আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) সকালে উপজেলার এনায়েতপুর সীমান্তের ৩২৩ নম্বর পিলারের পাশ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
স্বজনদের দাবি, দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখার পাশে নিজ জমিতে কাজ করতে যায় আলআমিন। এ সময় বিএসএফে ৬ সদস্য তাকে ধরে নিয়ে ভারতে গোড়া বিল ক্যাম্পে নিয়ে যায়। আলামিন দ্বীপনগর গ্রামে আইজ উদ্দিনের ছেলে।
পতাকা বৈঠকে বাংলাদেশের দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম ও ভারতের বিএসএফর অধিনায়ক বিপেন কুমার নেতৃবৃন্দ দেন।
দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে কয়েকজন বাংলাদেশি ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করা বাংলাদেশি তাদের সহায়তা করেছি। এ সময় সীমান্তের খুব কাছে ছিল আল আমিন। বিএসএফ আল আমিনকে সন্দেহ করে ধরে নিয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানা গেছে সে একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। পরে পতাকা বৈঠকের পর তাকে বিএসএফর কাছ থেকে ফেরত নেয়া হয়েছে। বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল। এ ব্যাপারে পতাকা বৈঠকে তাদেরকে আমরা কড়াভাবে প্রতিবাদ করেছি।