বৃষ্টিতে হাসি ফুটেছে রাজশাহীর কৃষকদের মুখে
0
বৃষ্টিতে হাসি ফুটেছে রাজশাহীর কৃষকদের মুখে
ক'দিনের টানা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে। মৌসুমের শুরুতেই শত মিলিমিটারের বৃষ্টি আমনের বীজতলা তৈরিতে খরচ কমিয়েছে চাষিদের। বৃষ্টির আর্শীবাদে আমনের জমি প্রস্তুত করছে কৃষক। আর তাতে বিঘায় সেচ খরচ কমেছে আড়াই থেকে তিনশত টাকা। বরেন্দ্র অঞ্চল জুড়ে যার পরিমাণ প্রায় ১৫ থেকে ১৮ কোটি টাকা। কৃষি বিভাগ বলছে, বৃষ্টির কারণে আমনের আগাম রোপণ এবং রবি শস্য উৎপাদনে এগিয়ে রাখবে কৃষককে।