ধসে যাচ্ছে ভোলা শহররক্ষা বাঁধের ব্লক
0
ধসে যাচ্ছে ভোলা শহররক্ষা বাঁধের ব্লক
মেঘনার তীব্র স্রোতে ধসে গেছে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকার শহররক্ষা বাঁধের ১০ মিটার সিসিব্লক। ফাটল ধরেছে আরও ৩০ মিটার জুড়ে। ভাঙন ঝুঁকিতে শহররক্ষা বাঁধ, ইলিশা ফেরি ও লঞ্চঘাটসহ দুই ইউনিয়নের নানা স্থাপনা। এ ঘটনায় ঘাট এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। তবে, ভাঙনকে সাধারণ প্রক্রিয়া দাবি করে আতঙ্কিত না হওয়ার পরামর্শ পানি উন্নয়ন বোর্ডের।