গ্রামের টিনের ঘর অট্টালিকায় রূপ নেয় প্রবাসী আয়ে
0
গ্রামের টিনের ঘর অট্টালিকায় রূপ নেয় প্রবাসী আয়ে
রেমিট্যান্সের কল্যাণে এখন ঘরে ঘরে দিন বদলের হাওয়া, উৎসব হয়েছে আনন্দমুখর; পাল্টেছে আর্থ-সামাজিক পরিস্থিতি। তবে এই অর্থ উৎপাদনশীল কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের।