বিরল শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। ৯টি অঙ্গরাজ্যের সাড়ে ৪ কোটির বেশি বাসিন্দা রয়েছেন তীব্র তুষার ঝড়ের সতর্কতার আওতায়। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪ জন। একদিনে সর্বোচ্চ তুষারপাতের ১৪৩ বছরের রেকর্ড ভেঙ্গেছে আলাবামায়। মৃত্যুকূপে পরিণত হয়েছে সড়ক। মঙ্গলবার বাতিল করা হয়েছে আড়াই হাজারের বেশি ফ্লাইট।