২০২৬ সালের সরকারি ছুটির তালিকা
সরকারি ও আধা সরকারি অফিস, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত এবং আধা সরকারি সংস্থার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা (2026 Govt Holiday List) প্রকাশ করেছে সরকার। আজ (রোববার, ৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তালিকা অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি (Holiday Calendar 2026) থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে ছুটি (Bangladesh Govt Holiday 2026) থাকছে আরও ১৪ দিন। উপদেষ্টা পরিষদ অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালের সব মিলিয়ে ছুটি আছে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।