ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২৯৮ আসনে ১৯৮১ প্রার্থী, শীর্ষে ঢাকা
নথিপত্র যাচাই, আপিল শুনানি ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের জন্য মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থীকে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাবনা-১ ও পাবনা-২ আসনে একই দিনে ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও কিছু আইনি জটিলতার কারণে এসব আসনের প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি। তবে বাকি আসনগুলোর সঙ্গে একযোগে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইসি।