চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ ম্যাচে পিএসভি আইন্দহভেনকে ২-১ গোলে হারিয়েছে য়্যুভেন্তাস। অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে খেলার ৩৪ মিনিটে গাট্টির পাস থেকে গোল করে য়্যুভেন্তাসকে ১-০ গোলের লিড এনে দেন ম্যাকেনি।