লো-আলটিটিউড ইকোনমির বিস্তার
স্যাটেলাইট উৎক্ষেপণ ছাড়াও বিভিন্ন কাজে পৃথিবীর নিম্ন কক্ষপথের ব্যবহার বাড়ছে। সড়কের পরিবর্তে আকাশপথেও বিভিন্ন কাজ পরিচালনা করা হচ্ছে। একে লো-আলটিটিউড ইকোনমিও বলছেন বিশ্লেষকরা। এ অর্থনীতিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এবার সবচেয়ে বড় কার্গো ড্রোন ও হেলিকপ্টার ট্যাক্সির পরীক্ষা চালাচ্ছে চীনের একদল ইঞ্জিনিয়ার।