অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি
ক্যালসিয়াম (Calcium) মানবদেহের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এটি হাড় ও দাঁত মজবুত রাখার পাশাপাশি পেশীর স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখা, স্নায়ু সংকেত পরিবহন, রক্ত জমাট বাঁধা এবং হরমোন নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে শরীরে ক্যালসিয়ামের মাত্রা প্রয়োজনের চেয়ে বেশি হলে তা ঝুঁকির কারণ হতে পারে। রক্তে ক্যালসিয়ামের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বেড়ে গেলে সেই অবস্থাকে বলা হয় হাইপারক্যালসেমিয়া (Hypercalcemia)।