সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার গুজব ছড়ালেও বাস্তব চিত্র ভিন্ন
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার গুজব ছড়িয়ে পড়লেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। কোটা সংস্কার আন্দোলন রংপুর থেকে গতি পেলেও উত্তরের জনপদ রংপুরের কোনো মহল্লা কিংবা মন্দিরে ঘটেনি কোনো হামলার ঘটনা। তবে ৪ আগস্ট সহিংসতায় রংপুর সিটি করপোরেশনের হিন্দু ধর্মাবলম্বী এক কাউন্সিলারের নিহতের ঘটনা ঘটলেও মৃত্যুর জন্য রাজনৈতিক বিরোধকে দায়ী করছেন স্থানীয়রা। আর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা বলছেন, হামলা নয় বরং হামলার গুজব ও অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিশীল করার চেষ্টা চলছে।