ইসরাইলি হামলায় আতঙ্কে দক্ষিণ লেবাননের বাংলাদেশি প্রবাসীরা
লেবাননে ক্রমবর্ধমান ইসরাইলি হামলার মুখে নিরাপত্তা শঙ্কায় রয়েছেন দেশটিতে বসবাসরত অন্তত এক লাখ বাংলাদেশি। সবচেয়ে বেশি আতঙ্কে দক্ষিণ লেবাননের প্রবাসীরা। হামলার তীব্রতা বাড়ছে বৈরুতেও। জীবন বাঁচাতে অনেক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। যাদের অধিকাংশই বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে মরিয়া। তবে প্রাবাসীদের দেশে পাঠানোর চেয়ে এই মুহূর্তে তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস।