আসাদ পতনের ১৯ দিন পরও দেরায় চলছে উৎসব
আসাদ পতনের ১৯ দিন পেরিয়ে গেলেও সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর দেরায় চলছে উৎসব। রাজধানী দামেস্কে সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছে হায়াত তাহরীর আল শামের যোদ্ধারা। দেশ পুনর্গঠনের মধ্যে দুবাই পালিয়েছেন হামার কসাই খ্যাত বাশার আল আসাদের চাচা রিফাত আল আসাদ। এদিকে নতুন সিরিয়ায় নাগরিকদের পরিচয়পত্র ছাপানোর পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ও জ্বালানি খাত পুনর্গঠনের কথা জানিয়েছে তুরস্ক।