হার্ডহিটার ব্যাটার সংকটে সাব্বির-সোহান হতে পারেন আস্থার জায়গা
সাব্বিরের পুনরুত্থান, সোহানের অতিমানবীয় ব্যাটিং। জাতীয় দলে হার্ডহিটার ব্যাটারের সংকটে দু'জনই হতে পারেন আস্থার জায়গা। রংপুর রাইডার্সের সহকারী কোচ হওয়ার সুবাদে সোহানকে কাছ থেকে দেখেছেন মোহাম্মদ রফিক। আবারও কামব্যাকে স্বপ্ন দেখানো সাব্বিরকে দিয়েছেন সময়োপযোগী পরামর্শ। মোহাম্মদ রফিকের চোখে সোহান-সাব্বির কেমন?