হামা-শহর

এবার সিরিয়ার হামা শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা

আলেপ্পোর পর এবার সিরিয়ার আরেক গুরুত্বপূর্ণ শহর উত্তরাঞ্চলীয় হামা দখলে নিয়েছে বিদ্রোহীরা। এতে, আসাদ সরকারের পাশাপাশি কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে মিত্ররাষ্ট্র ইরান আর রাশিয়ার। হামার পর এবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরেক শহর হোমস দখলের পথে বিদ্রোহীরা। যদিও সিরিয়ার সেনাবাহিনী বলছে, এই দখল সাময়িক। অন্যদিকে, বিদ্রোহীগোষ্ঠী হায়াত তাহরির আল শামের দাবি, হামার পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে। এই ঘটনায় সিরীয়দের একাংশ সন্তোষ প্রকাশ করলেও বড় সংঘাতের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়ছেন সাধারণ বাসিন্দারা।