শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষ; দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত ১
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত দুই শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে দাবি স্থানীয়দের। সংঘর্ষে জাবেদ নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ (রবিবার, ৪ জানুয়ারি) সকালে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বুধাইরহাট বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন।