হাত-পায়ের যত্নে মেনিকিউর-পেডিকিউর: রূপচর্চার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাও
দৈনন্দিন জীবনের ব্যস্ততা এবং দূষণের প্রভাবে আমাদের হাত ও পা দ্রুত ক্লান্তি ও মলিনতা গ্রাস করে। এ ক্লান্তি দূর করে ত্বককে সতেজ ও প্রাণবন্ত করতে বর্তমানে মেনিকিউর ও পেডিকিউর অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এটি কেবল রূপচর্চাই নয়, বরং হাত-পায়ের স্বাস্থ্য সুরক্ষারও একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষত বর্তমানে পার্লারে না গিয়েও, ঘরে বসে প্রয়োজনীয় সামগ্রীর সাহায্যে এই পরিচর্যা করার সুযোগ তৈরি হয়েছে।