অতিথি পাখিদের কল-কাকলিতে মুখর ফেনীর জাম্বারা দিঘি
হাজার মাইল পাড়ি দিয়ে বরফ শীতল দেশ থেকে আসা অতিথি পাখিদের কল-কাকলিতে মুখর ফেনীর জাহানপুরের জাম্বারা দিঘি। পুরো দিঘির জলাশয় সেজেছে এক অপরূপ সাজে। পাখি আর প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় জমে দর্শনার্থীদের। গ্রামবাসীও পরম যত্নে আগলে রাখছেন অতিথিদের। সজাগ দৃষ্টি রয়েছে বন বিভাগেরও।